সে দিনগুলি কিভাবে ভুলি
চলে গেছে তবু আছে হ্নদয়ে
হাঁসি উচ্ছলতা উৎসব মূখর নাটকীয়তা
আজো বাজে অন্তরে
দোলা দিয়ে যায় নিরব হাঁসায়
কষ্টের স্মৃতিগুলি না বলা ভাষায়
উৎলিয়ে উঠায় অজানা রহস্যময়তায়
স্মৃতি থেকে যায় নিঠুরীয়া কাঁদায়
কিছু প্রেম কতক ভালবাসায়
বসি বসি একা ভাবি যতনে
পিছু সময় শুধু স্মৃতি হয়ে যায় ...।


সেপ্টেম্বর ১৮, ২০০১
রায়ের বাজার, ঢাকা ।