বড় হওয়ার ক্ষুধাটা অনেক আগের
অংকুর থেকে যেই না বেরিয়েছি
সবুজ নরম ডগায় নিত্য যুগিয়েছি রস
ময়মনসিংহের লাল মোটা সেই দালানগুলি
ছাত্রাবাসের সেই ছোট্র বালক
ফেলফেল করে চেয়ে দেখেছি শুধু
কি করে বড় হতে হয়, কি করে স্বপ্ন দেখে বড়রা
ঘাত প্রতিঘাতে স্বাপ্নিকেরা কি করে স্বপ্ন বাঁচায়
বাবা যখন স্বপ্ন দেখাতেন, মা তখন দোয়ায় ব্যস্ত
সবার আশীর্বাদে দিনকে দিন বড় হতে থাকি.....


বড় হতে হতে দেহটা অনেক সুঠাম হয়েছে কেবল
বাবার স্বপ্ন আর মায়ের দোয়ার সেই বড় হতে পারিনি
বড় হওয়ার ক্ষুধাটা তাই আজো মেটেনি
আকারে ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন
বড় হওয়ার পথে পারিপার্শ্বিকের ছন্দপতন;
তবুও আশায় থাকি বড় হওয়ার
ক্ষুধাটা ক্ষুধার তরেই রয়ে গেছে
গড়নে বড় হয়ে ছোট হয়ে পড়ে আছি....


ফেব্রুয়ারি ২৬, ২০১৮
কাওলার, ঢাকা