আগুন জ্বলা ফাগুন মাসে নয়তো বা শ্মশানে আগুন ছুঁয়ে দেখার আগে
দেখা হবে
এভাবে দ্যাখো নি কোনোদিন
পূজার ফুল গায়ে জড়িয়ে শুয়ে আছি ভর দুপুরে
মন্ত্রমুগ্ধ পুরোহিতের শেষ আহুতি শুনে
চলে যাচ্ছি শ্মশান ছেড়ে সন্ন্যাসের দিকে
তুমি অপলক তাকিয়ে দেখো
শূন্যে মিলিয়ে যাওয়া ধোঁয়া টুকু একদিন আমিও ছেড়েছি তোমার অ-সুখে।


দেখা হবে
হয়তো এভাবে দেখা হবার কথা ছিল না।