আমি শুনেছি ১৬ ডিসেম্বরের কথা,
৪৬ বছর পরেও বাংলার মানুষের মনে
আজও রয়েছে হৃদয়ে স্বর্ণাক্ষরে গাঁথা।
কি ঘটেছিল এই দিন?
আমি দেখি নি সেই দিন।
শুনেছি,  অত্যাচারী পাক-সেনাদেরকে
বাংলা থেকে উৎপাটিত করা হয়েছিল এই দিন।
তারা নাকি বাংলার মানুষের কাছে-
তাদের উঁচ্চ শির নত করতে বাধ্য হয়েছিল।
৭১'পূর্ব ২৩ বছর বাংলাকে তারা
জোড়, জুলুম, ধর্ষণ আর নির্যাতনে ভরে দিয়েছিল।
যার অত্যাচারের মাত্রা বাংলার সাধারণ জনতা
বুজেছিল দেহের প্রতিটি রন্দ্রে রন্দ্রে।
আর এর অবসান হয় দীর্ঘ নয় মাস পর
লক্ষ রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর।
ছিনিয়ে আনতে সক্ষম হয় বাঙ্গালী তার ন্যায্য অধিকার।।
এই জন্যই সশ্রদ্ধ শ্রদ্ধার সাথে স্মরণ করি
বিজয় দিবস হিসেবে ১৬ ই ডিসেম্বর।।