আশা আর প্রাপ্তির মধ্যে
মাঝে শুধুই হতাশা,
এমন সময় প্রিয়জনদের
থাকতে হয় ভালবাসা।
কোন কার্য করার আগে
ভাবতে হয় বার বার,
তেমনি ভুল কি করেছি- আমি
যা ভাবার দরকার ছিল আমার।
হঠাৎ বুদ্ধি কার্য সিদ্ধি
তাই তো বলে লোকে,
তবে কেন এত হতাশায় ভুগছি - আমি
দিন কাটছে শোকে।
পাছের লোকে টানছে পিছু
তবুও চলছি সামনে,
জানি না তো এই পিছু টান
সামাল দিব কেমনে?
সমাজে এমন কিছু মানুষ আছে
যারা পাকায় গণ্ডগোল,
কার্য সুষ্ঠু সম্পাদন না হলে পরে-
নাচে বলে হরিবোল।
শেষ পর্যন্ত দেখতে চাচ্ছি
কি আছে ভাগ্যে আমার?
ভাল কিংবা মন্দ হবে
এর বেশি কিছু না তো আর।