টুকরো টুকরো ছন্দ,
হেথায়- সেথায় লেখা।
এথায়- সেথায় খুজে মরি,
পাচ্ছি না তো দেখা।।
পড়তে বসি টেবিলে যখন,
উকি মারে কিছু ছন্দ- চরণ।
তাই তো লিখি হেথায়-সেথায়,
পরে যদি না থাকে স্মরণ।।
সেই চরণগুলি খুজছি এখন,
রাখছি কোথা নাই তো স্মরণ।
তাই ভেবে ভেবে এখন ধরলো মাথা,
এবার বুজি হয় মরণ।।
যাই হোক,.........
বাদ দিলাম এখন সেসব কথা,
যদিও আছে মনে ব্যথা।
নতুন কিছু লিখবো আবার,
পুরনো গুলিতে দিচ্ছি না মাথা।।