দেখলাম সেদিন রেলে,
এক ভদ্র মহিলা আরেক মেয়ে বিবাদ বেঁধে দিল।।
                  আশ্চর্য কি কাণ্ড-
              শুরু হলো তাদের দ্বন্দ্ব।
           কারনটা বসার জায়গা নিয়ে,
ওঠতে না ওঠেই জায়গা ধরে বিভিন্ন জিনিস দিয়ে।


মেয়েটি তার বন্ধুর জন্য রেখেছে জায়গা ধরে,
ধরা জায়গা নিয়ে তারা ঝগড়া শুরু করে।
মেয়েটির বন্ধু আসতে দেরি হচ্ছিল বলে,
মহিলাটি বসতে দিল অন্যজনকে তাকে একটু ঠেলে।
কেন দিলে তারে জায়গা তার বন্ধু আসছে বলে,
বসবে কোথায় তার বন্ধু আসলে।


কথায় কথায় মেয়েটি অভদ্র বলে গালি দিলে,
খেপে ভদ্র মহিলাটি ওঠে জ্বলে।
ঐ মেয়ে আমাকে চিনো তুমি?
পর পর তিন তিনবার জয়ী ওয়ার্ডচেয়ারম্যান আমি।
             ক্ষিপ্ত হয়ে বসে থাকা বলে
               পাশের একটা লোক।
             মানুষ দেখে কি যায় চিনা
             আমিও একজন প্রভাষক।


ভদ্রতা কি শেখায় নি তোমার বাবা মায়?
জান না, কার সাথে কেমন ব্যবহার করতে হয়।
দেখে তো শিক্ষিত মনে হয় তোমারে,
তা তো বোঝার জোঁ নাই তোমার ব্যবহারে।।
বলে মেয়েটা, ভদ্রতা কি শিখতে হবে আপনা থেকে,
বেকে বেকে এমন কথা বলছেন কেন আমাকে?


            আপনি তো ভদ্র তবে
            থাকুন না চুপটি করে।
            আমার বন্ধু এসেছে এবার
            জায়গাটা দিন দয়া করে।
ওঠে দাড়িয়ে বলে সেই ভদ্রলোক।,
দাড়িয়ে যেতে কষ্ট হলে আমারই হোক।


এমন ঘটনা ঘটে রেলে দেখি হরহামেশা
অন্য কিছু নিয়ে বাধুক না বাধুক বাধে নিয়ে বসা।।