কে বুঝবে মোর বুকের কান্না,
কে শুনবে আহাজারি।
লুট করে সব নিয়ে গেল তারা,
ভেঙ্গে মোর ঘরবাড়ি।।


মিথ্যে ভুলে তাণ্ডব লীলা,
সহিংসতা চালালো যারা।
একটুও কি বোধ হয়নি কারোর,
ভুল করছে তারা।।


জ্ঞানী, গুণী, সুধী জনে,
ছিলেন কত মানুষ।
কারোর মনে কি একবারের জন্য
ফিরে নাইকো হুস।।


এমন ঘটনা প্রথম তো নয়,
যা ঘটে নাইকো আগে।
মূল রহস্যে তারাই জড়িত,
ঘটেছিল যা আগে ।।


সোনার দেশে অসম্প্রতি মোদের,
ভাঙতে চায় গো যারা।
বিচার করতে হবেই তাদের,
যতই শক্তিধর হউক তারা।।


শুনে রেখো আমার কথা,
ও হে  মানুষ ভাই।
সবার উপরে মানবতা বড়,
তাহার ওপরে কিছু নাই।।


(নোট: ভুলত্রুটি মার্জনীয়। এবারের শারদীয়া দূর্গা পূজায় বিভিন্ন সহিংসতা, লুটপাট হামলা নিয়ে লেখা আজ প্রকাশ করলাম। তবে কাউকে ছোট করে বা কাউকে আঘাত করে আমার লেখা নয়।)