অশোক
লক্ষ্মীকান্ত মণ্ডল  



অভ্যাসের কাছে চাঁদ থাকলে দীর্ঘশ্বাস বাড়ে
মেঘের গায়ে লেপটে থাকা ধূলোময়লার দখলে
অসহ্য গুমোট, আকাশের গায়ের ইতিহাস থেকে
পোড় খাওয়া বটগাছটি ডানার ঝটপটানি  সহ্য করে,
ভেতরে ভেতরে পথ ক্ষয়ে যায় -


সেই খাদের ধারে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করার
কথা বলে অতীত গভীরের নক্ষত্রগুলি, ঝোপঝাড়
শেকড় বাকড়ের সুগন্ধি সঙ্গমে তেতো নোনতা পাতায়
রাতের স্নায়ু ,  ঋতুবন্ধ্যা নারীটি কপাল আড়াল করে
হাতের চেটোয় ; তার চারপাশে দুচোখের ক্লান্তি -


কৃষ্ণপক্ষের মাঝে নিঃস্ব হয়ে যায় অশোক দুরত্ব