আত্মবিশ্বাস     


হাড়জিরে শুকনো রেখাগুলো চাইছে বটঝুরি ঋতু ,  শূন্যে  প্রার্থনার কেকা মিলন। বা এমনও হতে পারে হৃদয় ,  -ফুল ফুটলে হেঁটে  চলে ছায়ারোদ।  পাতাঝরা পথ নিয়ে কথা হয় সামান্যই ; বেশিরভাগই  নিজের বুকে কাটা দাগ -  কোনদিনি দেখলেন না আপনি
 আশ্চর্য হতে হতে উধাও হয় রাস্তাঘাট ; এই অরণ্যে কামিনী ফুটতে থাকে  -  চড়ুইস্নানের জল পেয়েছে রেখাগুলো -  তলপেটে ঘুমন্ত করতালি। এরপর তো শীতের কথাই আসছে ।  হলুদ খামে আঁকা  অসতর্ক বিপ্লবের দীর্ঘ জীবন কামনার রীতিতে  


দৃষ্টি জড়িয়ে ধরে ভাঙা শিরদাঁড়া  : কত যে পাতা ঝরে পড়ে  ;  জড়ো করি ধ্রুবতারা ।  সম্মুখীন এবার কাঙ্খিত পূর্নতার প্রকাশ -