বাসকফুলের সময়



বাসক ফুলের সময় চলে যাচ্ছে , এই সময়টাকে আয়ুর কাছে
বসাতে নদীটাকে সঙ্গে নিতে চাই  -
কয়েক জন রমণীর কীর্তন গানে মগ্ন  ;  নদীতে মিশে যাওয়া জরায়
দিনের আলো , এক অসহ্য উত্তাপে পাল্টে দিচ্ছে জীবন , নির্ভর -
ছায়াহীন পিপাসা বেরিয়ে আসছে রোদ্দুরের ক্ষতচিহ্ন
পায়ে পায়ে এগিয়ে আসছে ঘুম বুদবুদ স্বপ্নদোষ  
ক্রমশ বাতাস এবং নোনা সময়ের ব্রতকথায় সজাগ কাঁটা
শাড়ি ছিঁড়ে যায়  - গামছা ছিঁড়ে যায়  ,
বাঁধের এপাশের ঘর উঠিয়ে নিয়ে যায় ওপাশে  -  
শরীরের রাস্তাটা ডাইনে থেকে বাঁয়ে  ; পিছুটান হীন


ভিটের সাঁঝবেলায় শব্দ ওড়ে  , কুয়াশা