বুকে ধরেছি উল্কা দহন
লক্ষ্মীকান্ত মণ্ডল


দুপুর কালেই রোদের তাপ পরখ করি, কত তাপ আজ
কত ডিগ্রি হবে বলুন তো?  
সেই শীত কালে রোদে পিঠ মেলবো বলে কত বার রোদের
দিকে উদোম বসেছি,  শীত কাটেনি -
মা গায়ে চাদর টেনে ধমক দিয়ে বলেছেন - চুপ করে বসে
থাকো,  হাঁপ নিয়েই আমাদের শ্বাস,
বাবা বলেছেন- আমাদের পূব দিক জঙ্গলে ভরা


সেই থেকে আমি রোদের মানে খুঁজি
হলুদ রোদ , সোনালি রোদ ; কত রোদে পৃথিবী আলো, চাঁদ আলো,
ভূগোল পড়ার পর আলোকিত হতে চেয়েছি কতদিন
বুকে ধরেছি উল্কার দহন,
শ্রেণিকক্ষে মোমবাতি জ্বালিয়ে গ্লোব ঘুরিয়েছি
মুখস্থ বলে গেছি রবি ঠাকুরের কবিতা


দাদু বলেছিলেন নিজেকে পোড়াতে পারলেই আলো আসে
আমি শশ্মানের বুকে দাদুকে পুড়িয়েছি  - পুড়িয়েছি ঠাকুমাকেও
নিজেকে পোড়াব বলে দুপুর রোদের নিচে ঘাম মুছছি
একা একা


নিজেকে পোড়াতে কত সূর্য লাগে ?