ছায়াপান


দুঃস্বপ্ন মাথায় নিয়ে ঢেউ চেয়েছি অনেক, চলে যাই
ভোরের প্রথমে- সমস্ত বিস্তার নিয়ে পায়ে পায়ে মাটি
মাখা সে পথ - কম্পিত আঙুল ডুবানো আলোয়
কেবল আকাশের আপস, দুলতে থাকে ডালপালা -
ঝরে পড়ে টপ্ টপ্  - রাতের স্নেহময়ী শিমুল, চিরঋনী
নিঃশ্চুপ নির্গত শ্বাস, শুধু তার নিজের ভিতরে বাজে
স্বেচ্ছা-সমর্পণ। সারি সারি গাছ-পাতার প্রাণময় শস্যভূমি,
যারা জানে না আগুন - যন্ত্রণার নিটোল সহন নিয়ে
তাদেরও তো বাকি ছায়াপান; কোথায় সব অলংকার-
কোথায় সব গাঢ় চোখ- নির্জিত স্তনের এত সূর্য ভার -
দখিনা বাতাসে তবু কাজল রমনী, ভুলে থাকি ক্ষত মুখ
শুদ্ধ রক্তপাত - তারা লীন মাঠের উদ্বেগে। সেখানে
চুইয়ে নামে চঞ্চল তিতির, হতাশ কুয়াশা শুধু উবে যায়
মঙ্গল মঞ্জুষায় - অন্তরঙ্গ প্রতীক্ষা আমার - মাথা নুয়ে আসে -