ছায়ার কম্পন


দুলতে দুলতে পেরিয়ে যায় কুয়াশা মিছিল
রোদ আর ছায়া নিয়ে ঝাপসা চোখ, কালো
মেঘ চলে যায়- মহাবেগে ঝড় আসে, আকাশে
তাকায় ঋতুহারা পাতিকাক, মাটিতে হোঁচট লাগে
কেঁপে ওঠে আপাদ মস্তক- সেই সুর, বিষন্ন বিকেল
এক হেমন্ত অাখ্যান -
শব্দ বাজে কাহারদের পায়


এত পথ, কালে কালে সখ্য ও শত্রুতায়- এঁকেবেঁকে
চলে যায় বেহুঁশ রোদের ভেতর, বয়ে নিয়ে যায় প্রাণ
পৃথিবীর, পালকির গর্ভ মাঝে আমরা সবাই আদিম
শূণ্যতায়- দিগন্তের হাতছানিতে আঁকা হয় ছায়ার কম্পন  
ভ্রমণের কোলাহল বদলে যায় বাহকের রূপ -
লোভ পাপের স্থাবর অস্থাবর
তবুও অঃনিশেষ তৃষ্ণা নিয়ে পেরিয়ে যাই
শুকনো পাতার পতন