এই বেলা দখিনা বাতাস



নদী ও আকাশের নীল শূন্যতায় স্নান সারে গাঙশালিক
হলুদে আচ্ছন্ন দক্ষিণের খোলা চরে ওড়ে বাবলাফুল
উঁকি ঝুঁকি দেওয়া নীরব যন্ত্রণার সামনে অচেনাপথ
তীর ঘেঁসে হাঁটার সময় পেরিয়ে এসেছি জোয়ারের
অগণিত বিশ্বাস, এই বেলা দখিনা বাতাস -
নির্ভার কুয়াশা ভেদ করে অপেক্ষা করি চূড়ান্ত বিপর্যয়


কেমন আছেন সুচিত্রা কীর্তনিয়া
অনন্তের পদাবলী গাইতে গাইতে যে হেঁটে যেত বলিরেখায়
নৈবেদ্যর প্রিয় শরীর বিলিয়ে দিত নদীর সেবায়
সে কি কীর্তন গায় এখনো  -
বিজন পুরের ছেলেরা সাঁকোর উপর হাওয়া খেতে খেতে এখনো
ভিড় করে তার মাথুরে ; যেভাবে ভাটায় জেগে ওঠে নিঝুম পলিচর -