এক নির্মাণের মধ্যে



এক নির্মাণেরর মধ্যে মৃত্যু ও স্বপ্নের হাঁটার কোনো বিরাম নেই
সেই রোদ্দুর ফোটার আগে থেকেই হাঁটতে শুরু করে পত্রপুষ্প
এবং আঁচল আঁকা নীলকণ্ঠ
নাড়ির গিঁটে কুয়াশা জড়িয়ে ভরে দেয় কুসুমের গন্ধ,
তারপর থেকে পায়ে পায়ে ধুলোকাদা জমতে জমতে কখন যে
ছাপ পড়ে মাটিতে -  সে এক রহস্যময়ী বার-জলার হাসি,
সাতবেটিয়ার মাঠ থেকে জল বেরিয়ে যায়
সত্যিকারের হারিয়ে যাওয়ার পর বেরিয়ে পড়ে মাটির ফাটল
নিজের মুখোমুখি ভুতভৌরির ঝোপ আর অসংখ্য ফড়িং -


ফড়িং মানেই অজানা ফুল
ফড়িং মানেই মুক্ত রোদ


হাঁটার গন্ধে তরঙ্গগুলি নিজস্ব আয়ু নিয়ে এক নিরেট একাকীত্ব
নিঃশ্বাসের ধুলো জমতে জমতে খাল-বাঁধের পাখি
রোদ কিনারায় একা পথ
এগিয়ে যায় অন্তরা, সুর


থমকে দাঁড়ানো ছায়ারা সূর্যাস্তের নিচে বসে প্রার্থনায় -