একাকীত্বে একটি জড়ুল  



একটা দুপুর দাঁড়িয়ে থাকে  মগ্ন সাঁতারের ভেতর । তারই সামনে
বুক চিতিয়ে পৃথিবীর একটা কার্ণিশ ,  আর নীলাভ ডানা থেকে
ঝুরি নামছে বটগাছের , দুলছে টেরপাওয়া মাটির হাতছানিতে -
হাওয়ার  বিবাদের উপর পিপাসা বিছিয়ে যাচ্ছে খরারং


ভাবি ,  কী এমন সাহস যে মাঠের দিক থেকে চিল উড়ে আসে
পুড়ে যায় তৃষ্ণার খাল ,   সেই দিকে আমি  -  
সানগ্লাসের আয়নায় বিপথ মেঘ চায় একটা জলজ পথ
যা কোনো দিন ভিজবে না বিন্দু বিন্দু  বৃষ্টির আলো বাতাসে
তারপর কালচে ভেসে থাকা আমার বসার জায়গা  
যার উপর দিয়ে একটা লরি চলে যায়  -  রঙিলা রে  -


স্কুটির পেছনে মাকে হাসপাতালে নিয়ে যায় মেয়েটি      
ধূ ধূ দুপরের একাকীত্বে একটি জড়ুল  - মনে হোক একটা কাটা দাগ