গ্রামের নাম রাইচক
লক্ষ্মীকান্ত মণ্ডল


মৌমাছির ঝাঁক ঘিরে ধরছে শূন্যতাকে ; বাতাস কালো করে
দিচ্ছে  - বট গাছের ছায়ায় হারিয়ে যাচ্ছে প্রহর - সদ্য নামা
উত্তাপের সেই আবহাওয়া বাজে জীবনমুখি গান
নাবালের দিকে কয়েকটি কুর্চিফুল আর সকাল সন্ধ্যার হরিণ  
তারা নাভি ভাসিয়েছিল সেই কবে - আমিও জানিনা সেই
বিন্দু বিন্দু মানুষ কিভাবে লড়াই করে ভালবাসার জন্য  -
নিজেরাই সুন্দর তাই মধু জড়ানো তীব্র হুল নিয়ে চারপাশ
মধুময় ; ওড়না উড়ছে আটপৌরে  
কত পথ চলে গেছে এই গাছতলা দিয়ে
শ্রমিক পুরুষেরা শস্যকাল আঁকতে আঁকতে বেঁচে উঠছে বার বার
এই বিন্দুর কেন্দ্রে পুরুষদের নিয়ন্ত্রণ করতে উন্মুক্ত কৃষ্ণগহ্বরে রানীটি মাখছে ফুলের রস -