কাঁপন



ওপারের আগুন আর এপারে নীল অপরাজিতা নারীটি
নৌকার কারুকাজে ছটপট করে ভেসে যাওয়ার,
স্নায়ুগন্ধের যন্ত্রণায় আটকে থাকে মোহিনীর খেয়াঘাট -
সে গানের সুরে দূর বহুদূর আলপথের কাঁপন,
তরঙ্গ খুঁজছে ঝড়, বৃষ্টি নিয়ে উঠোন ভর্তি প্রহর
ঘামবিন্দুর আড়াল ভূগোলহীন, ভিজবে গলাভর্তি অভাবে -
গিরগিটির চলন শিরায় শিরায়, পাতার শব্দ ঝরে,  
সেও চলে যায় কালের ভিতর - কান্না থেকে সারি সারি আলো
আলেয়া নিয়ে লবনাক্ত টানে বাঁশবাগান কাঁপায়,  হাত পেতে
দাঁড়ায় চৌরাশিয়া উজান; বিপন্নতা কাটাতে আমি শুধু আঁকি
ভূমধ্য সাগর