মাথা নত করে দাও


মাথা নত করে দাও হে বলতে বলতে প্রদীপেরর সলতেটা
উস্কে দিতে থাকি, আগুন স্বয়ং পুড়ে খাক্; বৃষ্টি পড়ছে
কিনা বুঝতে চেষ্টা করিনি কোনদিন, লবনাক্ত হয়ে ওঠা
ব্যকুলতায় অবাধ্য দুপুরের গন্ধ ভাসে  


বাতাসেরর ধানক্ষেত আর
একক নৌকার জলোচ্ছ্বাস


মানুষের শূন্যতা কোথায় যেতে পারে ভাবতে ভাবতে
নীল আকাশের তারার মতো উড়ে যায় দুধ সাদা বক
দুটো চারটে ছটা সারি সারি নিমগ্ন ছায়ায় তীক্ষ্ণ ঠোঁটের
কাব্য কৌশল,  সাপের ছোবলগুলি পচা জলের মাঠে
ডুব সাঁতার কাটে, থৈ নেই এমন নয়- তবুও ভেসে
থাকতে থাকতে হয়তো পতন
                 হয়তো বাঁশির জন্য জীবন মরণ-


রাস্তার কোনদিকে আছে ব্রহ্মাণ্ড