পার


আমি কথা দিতে পারি
গুড়িয়ে দেব না তােমার ঠোঁট
পুড়িয়ে দেব না তােমার মুখ


আমার গরিব গরিব চালায় কোকিল ডাকলে
সমস্ত ফুজিয়ামার ঘুম ভাঙে
গলিত লাভায় পুড়ে যায় এক একটা পুষ্পরথ


তখন দশটা আঙুলের বিষ জমা হয়
তােমার শরীরে


হে ঈশ্বরী , আমার পাপ , কোকিল ডাকলেও
একবারটি শক্ত করে ধরাে আমায়
গুহা কেটে সমুদ্রে ফিরিয়ে দাও
   ঐহিক জীবন ভূগোল