পরাগ



খালের ধারে দাঁড়ালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
ঢেউগুলি ভাটিয়াল হয়ে যায় -
কিনারা  কিনারায় কচুরিপানার জীবনগুলি ক্ষতবিক্ষত ও শান্ত
তার সাথে অনন্ত অবগাহন,  - লেপটে থাকা নিরন্তর পরিক্রমায়
দূরত্বের খরতাপ, আকাশ বিস্তারের মরণ বাঁচনের বাঁশি
বাতাসের শব্দে দাঁড়কাকের লাস্যময় উঠানামা--
রুক্ষ খোঁপায় তখন সবুজ ফড়িংয়ের হাঁফছাড়া নিশ্বাস


কেঁপে উঠি রোজ।
ধানখেতের জনপদে সহস্র চোখ, উন্মুক্ত পিঠে সেই উত্তরপথ
পলে পলে বদলে যায় আকাশের রঙ
সরু জলে স্বপ্নের নূপুর লজ্জাময় -- কিছু ছায়া আর ইতিহাসবৃক্ষ
বুকে নিয়ে আঁকড়ে রাখে মাটি, বহন করে কত পরাগ
দূরে আমার নিঃশ্বাস ; পূর্ণতার মাঠ পেরিয়ে যাই
                                         এক উঠোন রোদ্দুর --