পথহারানো ধান্যকথা



চলে যাওয়ার সময় এলে জেগে ওঠে  আড়বাঁশির আলপথ  
বসার জায়গাটার দিকে তাকিয়ে রইলাম নিঃশব্দে
উৎস থেকে নেমে আসা নদীর শব্দে ঘুমোইনি  সারারাত  


বাতাসের সুগন্ধ নিয়ে বুক খুলি ভয়ে ভয়ে
ছমছমে উচ্চারণে খুঁজে বেড়াই চাঁদের পরশ
প্রতিটি শব্দের সাথে আমার ডুব দেওয়া ভেজা  জামার জল  
টপটপ পড়ে অজ্ঞাত প্রাণের উত্তাপে  - তারপর চাঁদধারণ
বিশ্বাসের  সাথে আঁকড়ে ধরি ঈশ্বরীর চওড়া পিঠ


যে জীবনে আপস দুপুরের উন্মুখ  রাত জাগা
নিরাবরণ পাখিডাকে  পথহারানো ধান্যকথা
সে সীমানার যন্ত্রণা সয় চোখের তলদেশ  


পদ্মপাতার ঘামের প্রজন্মগুলো সহ্য করে রোদ
সেখানে পিতামহ কিংবা প্রপিতামহের সারস ডানা কুশল সংবাদ নেয়
                                 সত্য হয়ে ওঠে পাড়হীন ধানঢেউ