শ্মশানের মৃত অনুরোধগুলি  


শ্মশানের মৃত অনুরোধগুলি যোগ দিতে চায় ছুটন্ত রাস্তার শিকড়ে,  
আর পঞ্চপল্লবের রাঙানো সিঁন্দুর থেকে ঝকঝকে রোদ ঝাঁপ দেয় ক্ষতমুখ আস্থায়  
এই নিয়ে প্রতিদিন অপেক্ষা ; দুপুর গড়িয়ে রাত,  
সেখানে আমিই কেবল জুগিয়ে যাচ্ছি জল
নদীর ব্যর্থতা থেকে তুলে নিচ্ছি  জমাট পলি,  
যদি চুম্বনে রাজি থাকে তবে
তামাটে চাঁদ ছুঁয়ে দেখি শান্ত খাল বিল,  
গভীর চোখের নিচে ক্রমাগত মৃত্যু সান্ত্বনার ডুব সাঁতার
কখনো রঙিন পোকা উড়ে যায় মোহ'র আড়ালে


জানতাম নিজেকে খুঁজে পাওয়ার এই স্বপ্নেরা পেরিয়ে যাবে মাঝরাত -