সৌম্য      



নীল অপরাজিতা হয়ে ফুটে আছেন আমার ঠাকুমা
গাছের আড়াল কিংবা পাখি ডাকের সর্বত্র নির্জনে
নীল রং হয়ে দুলতে থাকেন মায়ায় মায়ায় -
আরও অনেক স্বপ্নঘোরে সেই কবে আমরা তিন জন,  
বাবা ভাই আর আমি দিয়ে এসেছিলাম সেখানে -  
ভিজতে ভিজতে
কাঁদতে কাঁদতে
কর্পূরের গন্ধের সাথে
অগম্য সম্পর্কের মতো রেখে এসেছি কদম গাছের নিচে


ওদিকে মধ্যাহ্ন গড়িয়ে গোধূলি হচ্ছে
এত পথ,  সীমাহীন
মেঘ মেঘ কূজনে নিজের বুকে পুষি সৌম্য আগুন -