সুর
লক্ষ্মীকান্ত মণ্ডল


এই নাও আমার রাস্তাঘাট, যেখানে খুসি চলে যাওয়া যায় এখান থেকে-
একে তুমি  মনখারাপ বলতে পারো, অবিশ্বাস করতে পারো শেষ শীত, অথবা
দূরে কোন থানকুনি প্রেমিকার পাস দিয়ে
বয়ে যাচ্ছে স্যাঁতসেঁতে চাষির রোগা দেহ
রোদ মাখতে মাখতে সমস্ত ক্ষয় পেরিয়ে গঙ্গা ফড়িঙের দেশ,
আকাশ আলিঙ্গন চায়-
চোখের ভেতর জমে উঠেছে ডু্ব সাঁতারের ভ্যাপসা আঁধার, আর রাতের অস্থিরতায়
জোনাকির শুদ্ধ কাঁপন


আশ্চর্য এই,
বুকের মাঝে যে বৃষ্টি এখনও জমে আছে     ঝরাপাতার দুঃখ নিয়ে সে বাঁধ বাঁধতে চায়
সংসারের কাপড় মেলা দড়িতে তখনও গ্রামীণ পতাকা,  বুঝে নিতে কস্ট হয় না
তার নিচেই আছে ধানখেত আর সূর্যমুখী
জলসেচের শব্দ ভরে যায় বাতাসের স্নায়ু ও শিরায়--