ভাসতে চাই না কখনো



শূন্যতা  বাড়ছে খুব ,  ভীরু রাত থেকে ভেজা ভেজা চোখ নিয়ে
তৈরি করেছি কয়েকটা জানালা ,  অন্ধকার গড়িয়ে যায়  -
কালো পাতার উপর  থেকে পাল্টে ফেলছি  নিঃসঙ্গ দহন  
থরথর কাঁপনের ধমনী দিয়ে উর্বরতা আসে অস্থাবর বাতাসে


ভেজামাটির শিহরণে নামছে উদাস চাঁদের জল
অপেক্ষার সীমানায় ধোঁয়া কুণ্ডলী  ; মেঘের মুখে কথা নেই    
সব ঈর্ষায় খড়বিচালির আবেগ  আর চোখের পিচুঁটি
মহাশূন্যবোধে এক  জোনাকি ইহকাল


জলের গভীরে ডুব দিতেই আবছা আলোর কষ্টফোঁটাগুলি
সমুদ্র পেরিয়ে যায় ,   সব চুপচাপ নীল  -
ভাসতে চাইনা কখনো  সেখানে শূন্যের চোখ  
গাছ ছায়া পাখিরপালক সরিয়ে  শুধু  আজন্ম আকাশ


জমানো কথায় যুগান্তের ঝরাপাতা
নিরাশ্রয় গোত্রের মাঝে উড়তে থাকে বুনোহাঁস    
আমাদের পথটি এঁকেবেঁকে আঁতুড় ঘরের কাছ দিয়ে চলে যায়