খুঁজছি তোমায় স্বাধীনতা
শুধু লাল সবুজ পতাকায় নয়
ভোরের শিশির রাঙ্গানো সবুজ মানচিত্রে
যেখানে, লুকোচুরি খেলে ছোট্ট বনফুল
আর, ফিসফিস কথা বলে উদীয়মান সূর্যের সাথে
জীবন সংগ্রামে মুখরিত জীর্ন কৃষানের বুকে
যার হাতে ফলে সোনালী স্বপ্ন আর
চৌদ্দ কোটি প্রানের বাঁচার আশা
শতছিন্ন বাসনে জড়াজরি করা অবুজ শিশু
ক্ষুধা তৃষ্ণ আর হতাশায় কাতর
মাতর চোখে, তোমায় খুজেছি
নিলাজ রাজনীতির মুখোশ
কিংবা ঘুনপোকায় খাওয়া বিষাক্ত সমাজে
তোমায় খুজেছি।
হয়তো পেয়েছি কোন তেজদীপ্ত তরুণের
শানিত বক্তৃতায়।
প্রতিবাদে মুখর গণজাগরন মঞ্চে
তোমায় আগলে রাখবে
প্রতিটা তরুণ, ঘৃনার মাঝেও
ফুটিয়ে তুলবে রঙ্গিন কোরক