আমায় থাকতে  বল না দাদা
অপেক্ষারত আমার জন্ম,
আমার আশা, আমার কান্না,
সে আমার চির দুঃখি মা।
চোখটি বুজে আছে
কপালে রাজ্যের ভাঁজ
কখন আসে কখন আসে
কলিজার টুকরা।
তাইতো বলি দাদা,
নিরব এ দিনের প্রান্তে
রেখনা আমায় আপন করে।
চলে গেলাম তবে।
তোমরা যখন হাসছিলে
সোনালী রোদের বাঁকে বাঁকে
আমার দুচোখ ছিল জলে ছল ছল
বুকের মাঝে বেজেছিল
ভায়লিনের করুন সুর
কেন জানি বারে বারে
মনে পড়ে মায়ের কান্না
বড় সুকরুন সুর।