সেদিনের বৃষ্টিটা ছিল
একটু অন্যরকম।
যেন মিহি সুরে অনবরত কেঁদে চলছে
কোন এক কিশোরী বৃক্ষ।
প্রথম স্নানের স্পর্শটা
ঠিক মেনে নিতে পারছেনা।
লজ্জায় আড়ষ্ট জুবুথুবু বৃক্ষ দেখে,
আমার ভীষন মায়া হল।
ঠিক যেন লজ্জায় আড়ষ্ট কিশোরী বধুর
লজ্জা মাখান কান্না।
ফেলে সব অবুঝ কান্না,
নিজেকে ভিজাই বৃষ্টির শীতল স্পর্শে।
শুষ্ক হৃদয় খুজছে এমনি শীতল উদ্মাদনা।