যখন তুমি কথা বল
আমি বিমুগ্ধ চিত্তে শুনি।
যখন তুমি হাস
আমি হৃদয় দিয়ে উপভোগ করি।
যখন তুমি কাঁদ
আমি বেদনার্ত হয়ে পড়ি।
কিন্তু যখন তুমি ক্ষুব্ধ হয়ে পড়
ফেনিল জলরাশির উন্মাত্ত ঢেউয়ে মত
তান্ডব লীলা শুরু কর,
তখন আমি মুশঢ়ে পড়ি।
আমার হৃদয়ে শুধু যে তোমারি ক্ষেত্র
যেথা শশ্য দানা ছড়িয়ে দিলে
বেরিয়ে আসবে ফসলের রাজি।
কিন্তু,তোমারি অবহেলায় শশ্য দানা পুড়ে
খাক হয়ে যায়।
আমিও ক্ষুদ্ধ হই!
দেখে নেব তোমায়!
কিন্তু, তখনি আবেগ ঝরানো কন্ঠে
শোনাও মধুর গান।
আমি আবার বিমোহিত হয়ে পড়ি