আবেগ এবং ভালোবাসা
মুদ্রার এপিঠ ওপিঠ,
কিন্তু, আজকাল!
ভালোবাসা প্রতারকদের জন্যই শ্রেয়,
আবেগ নেই,অনুভূতি নেই,
কষ্টের সম্ভাবনাও নেই,
কৃত্রিম ভালোবাসায় অবাধ বিচরণ তাদের !


আবেগপ্রবণ মানুষের হৃদয় যদিও কোমল হয়,
তথাপি কষ্টটাও অনেক বেশি হয়।
আবেগপ্রবণ মানুষের জন্য প্রেম ভালোবাসা আত্মহত্যার ন্যায়,
আবেগপ্রবণ মানুষের ভালোবাসা  নিখুঁত হয় কিন্তু,
অতি আবেগে বারংবার হৃদয়ে রক্তক্ষরণও হয়।


আবেগপ্রবণ মানুষ
ভালোবাসার মূল্য পায়না,
বিরহকেই আঁকড়ে ধরে বেঁচে থাকে।
প্রতারকরা ভালোবাসার মূল্য
সুদে আসলে ষোলআনা উসুল করে
পরিতৃপ্তির ঢেঁকুর তুলে।