আচমকা তোমার সাথে দেখা,
বলেছিলে, হ্যালো, কেমন আছো?
প্রতিত্তোরে বলে ছিলাম, ভালো আছি।
জানি না কেন বলে ছিলাম !
সত্যিই কি ভালো ছিলাম?


এভাবেই শুরু হলো,
কথামালার ডালপালা,
কথা হয় প্রতিক্ষণ,
কথা হয় রাতদিন,
সে তো শুধু কথার কথা নয়,
সে যেনো ভাব জাগানো বিস্ময়!


বিস্ময়ের নেই কোন  বিরাম চিহ্ন, পূর্ণচ্ছেদ কিংবা যতিচিহ্ন,
কথা যতো হয়, মন ততো জয় হয়,
ভালোবাসা খুঁজি তোমার,
ভাষায়
আবেগে
উচ্ছাসে
গভীরতায়
চঞ্চলতায়
নীরবতায়
স্মৃতিকাতরতায়
তোমার আহবানে।


ভাবনার মনোরাজ্য ভীষণ ভাবনা জাগালে মোরে,
হঠাৎ একদিন জিজ্ঞাসিলাম তোমায়,
বলো হে, ভালোবাসো কি আমায় ?
তুমি চপাট বলে দিলে "না"
ভালোবাসি না।


হতভম্ব হয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে
দেহ মন নিথর হয়ে রয়।
মৌনতা ভর করে মনে প্রাণে,
কথা বলিনা কারো সনে।
মনের সাথে যুদ্ধ করে উত্তর পাইনি খোঁজে।


ভবঘুরের মতো ঘুরিফিরি,
যাযাবরের মতো ভেসে বেড়াই,
দেহ মন শান্তনা খুঁজে,
অকস্মাৎ,মন বলে উঠে,
ওহে অধম তুমি ভীষন বোকা,
তুমি কিছুই বুঝনা,
বলে কয়ে হয় নাকি ভালোবাসা !
ভালোবাসা থাকে ভালোবাসায়
ভালোবাসা থাকে হৃদয়ে
ভালোবাসা থাকে বিরহে
ভালোবাসা থাকে অনুভূতিতে
ভালোবাসা থাকে অনুভবে
ভালোবাসা থাকে বিশ্বাসে
ভালোবাসা থাকে একান্তে।


তারপর থেকে শুরু হলো আমার,
ভালোবাসার অচেনা পথে নিরন্তর পথচলা।


অবিরাম তোমায় ত্যাক্ত বিরক্ত উত্তক্ত করি,
অবিরত তোমায় ভালোবেসে যেতে থাকি,
বার বার প্রতিবার প্রত্যাখ্যান করেছো আমায়,
আমিই বরং বুঝেও না বুঝার ভান করে,
প্রতারিত হয়েছি নিজের সাথে নিজেই বার বার।
তবুও ভালোবাসা খুঁজে মরি অজস্র বার।