আহা প্রেম !  
তুমি যে কি যাতনাময়,
হৃদয়ে দোলা দিয়ে দূর আকাশে ভেসে বেড়াও,
চোখে স্বপ্ন জাগিয়ে কল্পনা হয়ে রও।


আহা প্রেম !
তুমি যে কি রহস্যময়,
তিলকে তাল ভেবে তোমার ঘোরে অন্ধ হয়ে রই,
চাঁদের মত তোমায় সঙ্গী ভেবে ভেবে নিঃসঙ্গ হয়ে রই।


আহা প্রেম !
তুমি যে কি ভাবনাময়,
দিবানিশি হৃদ মাজারে তোমার আরাধনায় মেতে রই,
বাস্তবতা ভুলে গিয়ে কৃত্রিমতায় পড়ে রই।


আহা প্রেম !
তুমি যে কি বেদনাময়,
মোমের মতো জ্বলতে জ্বলতে ধপ করে নিভে যাও,
তোমার হতে হতে শেষ মুহূর্তে পর হয়ে যাই।