আজ এই ক্ষণে,
তোমায় ভীষণ পড়ছে মনে।
চলে গিয়েছো চিরতরে
আমায় আড়াল করে
স্মৃতি গুলোই কেবল
আছে আমার সঙ্গী হয়ে।


রাগ কিংবা অভিমান,
জানিনা, কি আছে তোমার মনে,
কষ্ট যদি পেয়ে থাকো
কারণে কিংবা অকারণে,
চাইছি ক্ষমা নিঃশর্ত ভাবে।


এই পৃথিবীটাতো ক্ষণিকের বারামখানা,
অল্প কদিনের মুসাফির মোরা,
কি লাভ বলো,
মান অভিমান কিংবা রাগ ক্ষোভ
মনে পুষে রেখে।
এভাবেই যদি জীবন চলতে থাকে,
সুখ থাকবেনা কারো মনে,
ভুল না হয় আমারই সব
নিলাম মেনে আমি অকপটে,
বড় মনের পরিচয়ে,ফিরে এসো
ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলে,
যে ক'টা দিন বাঁচি চলো থাকি মিলেমিশে।