বুকে চাপা কষ্ট,মুখে হতাশার গ্লানি,
উৎকন্ঠিত মন, নির্বাক ঠোঁট,
অস্থির সমাজ, বিবর্ণ সংসার,
কালো মেঘে আচ্ছন্ন মনের আকাশ।
কখন জানি নেমে আসে ঝড়,
চাই ; সুখের পরশ,নিরাপদ আশ্রয় ,
মানবতহীন ধরনীর বুক নির্মম।
পরিহাস আর অবহেলা প্রতিক্ষণ।


নীরব নিস্তব্ধ আমার চারিধার,
আঁধার, নিকষ কালো আঁধার,
আমার আলোকিত জীবন !
রং নেই,প্রাণ নেই,ঘ্রাণ নেই,
শুধুই বিষাদ!ঘোর অমানিশা !


অথচ ; একদা আমার জীবনে ছিল,
স্বপ্নের সমারোহ ,ভালোবাসার পরশ,
ছিল কোলাহল,ছিল সুখের আবেশ !
সময়ের পরিক্রমায়,
সব কিছুই আজ যাযাবর !


তবুও ; মনে জ্বলছে মিটি মিটি আশার প্রদীপ,
হয়তোবা আবার একদিন ঘুচবে অন্ধকার, আসবে আলো,
আবার হয়তো একদিন মনের আকাশে,
রঙিন ঘুড়ি উঁড়বে,পাখিদের কিচির মিচির শব্দে মন ভরবে,
বসন্ত বাতাসে ছুঁয়ে যাবে প্রাণ।
আলোকিত হবে আমার ভুবন।