একটা সময় মন থেকে প্রচন্ড ভাবে উপলব্ধি করতাম,
সমস্ত পৃথিবী আমায় ত্যাজ্য করলেও,
অন্তত তুমি আমায় আগলে রাখবে মনের মণিকোঠায় পরম যতনে,
সেই অধিকার এবং বিশ্বাস কেমন করে যে তোমার প্রতি আমার তৈরী হয়েছিল,
তা জানে শুধুই অন্তর্যামী।


এই ছন্নছাড়া জীবনে তোমার সংস্পর্শেই যেন
পেয়েছিলাম আলোর হাতছানি,
পেয়েছিলাম সুখের আবেশ।
তোমার সাথে কাটানো সময়ই ছিল,
আমার জীবনের শ্রেষ্ঠ সময়।
বন্ধুত্ব কিংবা ভালোবাসা বুঝতাম না,
শুধুই বুঝতাম তোমাকে।
তুমি ছিলে আমার আত্মার পরম  আত্মীয়।


আমি কখনো ভুল করেও বিশ্বাস করিনি,
তুমি আমায় যন্ত্রণার সাগরে নিমজ্জিত করে চলে যাবে আমায় একা করে।
প্রচন্ড বিশ্বাস ছিল এই মনে,
রাগ অভিমান যাই হউক না কেন
দিন শেষে আমরা থাকবো আনন্দ হাসি গানে মিলেমিশে।
অথচ,
আজ তুমি সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে
ভাবছো আমি যেন এক  আজন্ম শত্রু তোমার,
দূরত্ব এখন তোমার আমার সাত সমুদ্দুর তের নদী।


===============================
১৫০ তম কবিতা
_________


উৎসর্গ ® তাকে, যাকে হারিয়ে ফেলেছি!!


যার উৎসাহ ও প্রেরণায় কবিতা লেখা শুরু, যার ভাবনায় কবিতা খেলা করতো অবিরত মগজে মননে, আজ তাকে হারিয়ে আমি নিঃস্ব রিক্ত। আজ মাথায় কবিতা খেলা করেনা, ছন্দ আসেনা কবিতায়, আগ্রহ হারিয়ে ফেলেছি কবিতা লেখায়।


তোমাকে কিছুই দিতে পারিনি,তাই আমার এই সবকটি কবিতাই উপহার দিলাম তোমায়। এই কবিতাগুলোই অনন্তকাল কথা বলবে তোমার সাথে আমার হয়ে।
ভালো থেকো অনন্তকাল হে আমার কবিতার প্রাণ।


===============================