পান থেকে চুন খসলেই, সমালোচনায় মেতে উঠি,
মাথায় যতো বিষ, শুধুই অন্যকে নিয়ে,
অন্যর মন্দ দেখলেই সমালোচনার হাট বসাই,
এমন কোন হেন দিক নেই যে, সমালোচনা করি না,
এটা বোধ হয় আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।


নিজকে নিয়ে কি কখনো আত্মসমালোচনা করি ?
নিজের সমালোচনা কেউ করলেও কি তা সহ্য করি?


অসঙ্গতিতে তো ভরপুর আমাদের  নিজের জীবন।
স্বার্থের কাছে জিম্মি, নিজ স্বার্থে চুল পরিমান ছাড় দেই না কিছুই,
নিজের অধিকার ভালোই বুঝি,অন্যের অধিকার নিয়ে ভ্রুক্ষেপ করি না,
নিজে কিংবা নিজ গোত্রীয় কেউ অন্যায় করলেও,
দেখেও না দেখার ভান করি,অন্ধ হয়ে যাই।
নিজের সম্পদ, মর্যাদা,বাড়ানোর জন্য পায়ের সমান নিচে নামতেও কুন্ঠাবোধ করি না,
নিজে যাই করি, সবই সঠিক,সবই  ন্যায় সঙ্গত !


কবে হবে বোধোদয় আমাদের !
কবে আত্মসমালোচনায় নিজে হবো সংশোধন,
নিজ থেকে সংশোধন হয়ে গেলেই তো,
এই সমাজ সংসার হয়ে যাবে সুখময় ভুবন।


================================
উৎসর্গ)) কবি জগদীশ চন্দ্র মন্ডল।


আমার আজকের এই "আত্মসমালোচনা" কবিতাটি আমি উৎসর্গ করলাম এই আসরের আমার অন্যতম একজন প্রিয় কবি জগদীশ চন্দ্র মন্ডল কে, যার প্রতিটি কবিতায় আমি ভীষণ  মুগ্ধ হই, অভিভূত হই এবং প্রতিনিয়ত শেখার চেষ্টা করি।
আমি এই আসরে যোগ দেয়ার পর থেকেই যিনি অকৃত্রিম ভাবে আমার পাশে ছায়ার মতো আছেন।


আমাদের এই বন্ধুত্বপূর্ণ বন্ধন আরো সুদৃঢ় হউক, আপনার সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করি,ভালো থাকুন প্রার্থনা প্রিয় কবি।
================================