আগষ্ট এলেই মনটা ভারী হয়ে যায়!
জীবন থমকে যায় বেদনায়।
মনে পড়ে ৭৫ এর কালরাত্রির নির্মমতা,
হৃদয়ে নাড়া দেয় অবুঝ শিশু রাসেলের আর্তনাদ !
বিশ্বাসঘাতকদের ব্রাশফায়ারে ৩২ নম্বরের সিঁড়িতে লুটিয়ে পড়া বঙ্গবন্ধুর নিথর দেহের ছবি ভাসে চোখে,
চোখ দুটি ছলছল করে কষ্টের নোনাজলে।


আগষ্ট এলেই মনটা ভারী হয়ে যায়!
জীবন থমকে যায় বেদনায়।
চোখে ভাসে ১৭ ই আগষ্টের একযোগে সিরিজ বোমা হামলা,
বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে
২১ আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলার ভয়াবহ চিত্রে,
ঘৃণা আর ক্ষোভে আগুন জ্বলে উঠে আমার এই বুকে।