স্বপ্নের কাছাকাছি গিয়েও
স্বপ্ন হারা হয়ে যাই বার বার,
কেন এমন হয় ?  উত্তর জানা নেই আমার।
ভাগ্য আমাকে নিয়ে নিঠুর খেলায় মত্ত!প্রতিনিয়ত।


স্বপ্ন দেখবো না বলেই
আঁড়ি দিয়েছি স্বপ্নের সাথে সেই কবে,
তবুও ; বেরসিক স্বপ্ন !
আমার পিছু নেয় বারে বারে ।


মেঘ না চাইতেই বৃষ্টি আসে অনেকের জীবনে,
অথচ আমার জীবনে !
কাংখিত চাওয়া গুলো অপূর্ণ থেকে যায়,
ভাগ্য নামক চক্রের দোলাচলে।


ব্যর্থতার অতল গহ্বরে  নিমজ্জিত হয়েও,
সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর আশায়,
ঘুরে দাঁড়াই বারংবার !
ভুল করে যদি স্বপ্ন কখনো ধরা দেয় আমায় !