এই চাকচিক্যময় অট্রালিকায়
শীতাতপ নিয়ন্ত্রিত আয়েসি ঘরে,
বিলাসিতার জোয়ারে গা ভাসিয়ে
চলছে দিনমান রাজকীয় ভাবে।
এই বিলাসি মন কখনো কি খবর রাখে !
এই জগতের বাহিরেও আরেকটা ভিন্ন জগত আছে,
সেখানে আমাদের মতোই  রক্তমাংসের মানুষ,
অনাহারে অর্ধাহারে জীবনের ঘানি টানে,
মাথা গুজার একটুও ঠাঁই নেই,
নেই তীব্র গরমে শরীরকে প্রশান্তি দেয়ার, একটু ফ্যানের বাতাসের ব্যবস্থা।
এই আমাদের রাজকীয় খাবার টেবিলে,
কতো আয়োজন, কতো খাবারের সমাহার,
যার অল্পকিছু খেয়ে বাকিটা  ফেলে দেই ডাস্টবিনে,
আর এই আমাদেরই মতো রক্তে মাংসের মানুষের,
দু'বেলা অন্ন জুঠেনা ঠিকঠাক মতো,
নুন পিয়াজে পান্তাভাত আর শুকনো রুটি চায়ের সাথে খেয়েই জীবন পারাপার।
এই আমাদের একদিনের সিগারেটের দামেই,
চলে যায় তাদের সপ্তাহ পার।
আমাদের একদিনের বিলাসী জীবনে,
তাদের চলে পুরো মাস।
কতো অর্থকড়ি বিনষ্ট করি কতো ভাবে,
অথচ,আমাদের ডানে বামে কতো আহাজারী কান্না শুনেও,
প্রসন্ন হয় না এই মনের উদারতা,
নিজ ভুবনেই ডুবে থাকি দয়ামায়াহীন।
বিবেক আচ্ছন্ন ঘুমে,
মানবতাবোধ জাগ্রত হয়না মনে।
এই পৃথিবীর মোহ ছেড়ে
জানি একদিন চলে যেতে হবে,
যা কিছু ভাবি আমার আপন,
সব কিছুই তো রবে পড়ে,
অবসান হলে জীবন।