মিশে আছি তোমার অন্তর আত্মার সাথে
দেখা কিংবা না দেখা
কথা বলা কিংবা না বলায় কি যায় আসে তাতে।
রাত দিন ভাবি তোমায়
মন ভরে যায় আবেগী মুগ্ধতায়।
তুমি অনন্যা, তুমি অপ্সরী
তুমি এই হৃদয়ের মনোহরনী।
হরিনীর মতো চোখে তোমার
সে যে কি কামনার দৃষ্টি,
মনে আমার বারে বারে হয় প্রেমেরই সৃষ্টি।
ভালোলাগা ভালোবাসা
তিলে তিলে এই হৃদয়ে বেঁধেছে বাসা,
হৃদয়ের মণি কোঠায় তুমি যে আছো নিবিড় যতনে।
ভালোবাসতে চাইলে তোমায়
করো কত শত বাহানা
কথায় কথায় বলো,ভালোবাসিনা
সেটা তো শুধু মুখেরই কথা
তাই যতোই বলো তা,
লাগে না মনে কভু ব্যথা।
ভুলা যে কতো কঠিন
তা তো জানি তুমি আমি দু'জনে।
আমি তো জানি, তুমিতো জানো
অন্তর আত্মার বিস্ময়  
ধরাও যায় না, ছাড়াও যায় না
কি যে আজব এক লীলাখেলা।
মন যে এক আজব কারখানা
ভাঙাগড়ার খেলায় খেলায় যায় বেলা।