বিশ্বাস হলো ভালোবাসার প্রাণ,
শর্ত দিয়ে হবে কেন তা ম্লান।
ভালোবাসার অনন্ত আকুতি,
দুই হৃদয়ের একান্ত অনুভূতি।


হৃদয়ে যদি থাকে ভালোবাসার রেশ,
জোর করে থামানো যায় কি আবেশ।
ভালোবাসা যদি নাই থাকে মনে ,
কেন দোলা দাও বারে বারে এই প্রাণে।


ভালোই যদি বেসে থাকো,
তবে কেন দূরে থাকো।
দূরেই যদি থাকো,
তবে কেন ভালোবাসো।


শুনেছি মনিষিরা কয়,
ভালোবাসা যদি খাঁটি হয়,
থাকে যদি বিশ্বাস হৃদয়ে
এক দিন হবেই ভালোবাসার জয়।