একটা সময় পৃথিবীকে
অনেক বড় এবং রঙিন মনে হতো!
স্বপ্ন এবং কল্পনায়
মন উড়তো প্রজাপতির মতো!


পোশাক পরিচ্ছেদ, চুলের বাহারি স্টাইল, দামি পারফিউমে,
নিজেকে মনে হতো,
স্বপ্নময় রাজ্যের রাজকুমার!
মনের ইচ্ছেগুলো দাঁপিয়ে বেড়াতো কল্পনার রাজ্যে।


সাগর নদী পাহাড় ঝর্ণা,
বিলাসী রিসোর্ট,  অভিজাত রেস্তোরাঁ,
আকৃষ্ট করতো প্রবল।
বেহিসেবী জীবনে মূল্য ছিলনা অর্থের,
যৌবনে ছিলাম কৃত্রিম মোহে বিভোর!


জীবনের মধ্যপ্রান্তে এসে,
বাস্তবতার  নির্মম কষাঘাতে,
রঙিন স্বপ্নগুলো এখন  সাদাকালো ফ্রেমে আবদ্ধ।
আর আমার পৃথিবীটা ছোট হতে হতে,
এখন চার দেয়ালে বন্দী।