এই পৃথিবীটা বড়ই আজব,
মানুষের চাহিদা ব্যাপক, প্রাপ্তি খুবই কম।


আজব এই পৃথিবীর বুকে,
আমিও আজব এক প্রাণী।
আমার স্বপ্নগুলো বহুরূপী!
স্বপ্নগুলো পূরণ হলে আনন্দিত হই,
অপূর্ণতায় হতাশায় নিমজ্জিত হই।


জীবনের সূচনা লগ্নে এখন দাঁড়িয়ে আমি,
এখান থেকেই সফলতা এবং ব্যর্থতার,
আগামীর ডালপালা বিস্তৃত হবে।
এখান থেকেই দ্বার খুলবে আগামী সম্ভাবনার।


আমি চাই জীবন হোক আমার,
সুন্দর পুস্পিত কন্টকহীন।
কিন্তু ; সেই পথের পাথেয়
মজুত কি আছে আমার হাতে ?


রচনাকাল > ২৮ ডিসেম্বর ২০০১