দাঁড়াও
....................
২৩/০৪/২০০১


হে যুবক,দাঁড়াও!
চলেছো কোথায় আনমনে?
ও পথে যেওনা, পথটা বড়ই বিপদ সংকুল।
ও পথে আছে,বিভৎস চেহারার একদল দানব,
যারা দল বেঁধে মত্ত প্রভ্রংশতায়।
ওরা তোমায় আস্তাকুঁড়ে ঠেলে দেবে
ভয়াল ভিমরুলের ভয়ার্ত ঠিকানায়।
তোমার মুখখানা ফোলে ফেঁপে অচেনা হয়ে যাবে,
স্বল্পক্ষণেই পরিবর্তন হবে তোমার মানসিকতার।
তুমি হয়ে যাবে ইস্পাত কঠিন এক নরাধম
ধিক্কার;দেবে তোমায় শান্তিকামী মানব সমাজ।
সামান্য ভিখারির দুঃখে,তোমার মন আজ কেঁদে উঠে,
ক্ষুদার্ত বালকের মুখে তুলে দাও তুমি আহার,
বিপদগ্রস্ত বিবস্ত্র নারীর যৌবন ঢেঁকে দাও নিজ পরিধানে।
দানবের কুটিল সংস্পর্শে,
তুমি হয়ে যাবে স্ব-বিরোধী এক চরিত্র।
সাধারণ লোকারন্যে মেতে উঠবে তুমি ভীষণ অরাজকতায়,
মাদকতার তাড়নায় আহার কেড়ে নেবে ক্ষুদার্ত বালকের,
সতীসাধবী নারীর প্রসব কাতরতার যন্ত্রণাও
তোমার কাছে ম্রিয়মাণ হবে পশুত্বের তাড়নায়।
তাই বলছি,দাঁড়াও!ও পথে পা বাড়িওনা।
পথভ্রষ্ট হয়ো না, কলুষিত করোনা নিজেকে।
ফিরে এসো শান্তির আবাসস্থলে।