চাপা কষ্টগুলো মনের ভেতরেই লুকাতে চাই,
কিন্তু, আজকাল কষ্টগুলো যেন খোলস ছেড়ে চেহারায় প্রকাশ পায়।
অনেকেই আমাকে প্রশ্ন করে কেমন আছো ?  
আমি জানি আমি ভালো নেই,
তবুও মৃদু হেসে বলি, এইতো বেশ, ভালো আছি!
সত্যিই কি আমি ভালো আছি ?


ইদানীং ভালো আর মন্দের তফাৎ আমি খুব একটা বুঝিনা,
আমি নিজেই জানিনা ভালো আছি কি ভালো নেই !
সময়ের যাতাকলে জীবন যেন হঠাৎ ধূসর হয়ে গেলো !
জীবনকে এখন মনে হয় রঙহীন এলোমেলো।
দিন শেষে জানি কেউ কারো নয়,
তবুও, জীবন রঙ্গমঞ্চে প্রতিনিয়ত করছি নিখুঁত অভিনয়।


অফিস কিংবা বাসায় সবকিছুই চলছে স্বভাবিক নিয়মেই,
চারপাশের হাসিমাখা মুখগুলো আছে আগের মতোই।
শুধু ঠিক নেই আমার মন,
অজানা অসুখে যে পুড়ছে সারাক্ষণ।


আমার আমি যেন এখন,
পুরোটাই হয়ে গেছি কেমন কেমন !
মন ভালো নেই,কিচ্ছু লাগেনা ভালো,
যে দিকেই তাকাই মনে হয় সব কিছুই কালো।
একাকিত্ব আমায় করেছে আপন,
কোন কাজেই আর বসেনা মন।
কারো সাথে মিশতে লাগেনা ভালো,
মনে হয় হারিয়ে গিয়েছে জীবনের সব আলো।
নিজের ছায়াকেও এখন লাগে ভয়,
মনে হয় ছায়াও আমার আপন নয়।
নীরবে নিভৃতে একাকিত্বে নিজের সাথে নিজেই করি কথোপকথন,
ধীরে ধীরে আমার মনের ঘরে যে ভর করেছে  ডিপ্রেশন।