চন্দ্র তারা সাক্ষী রেখে বলতে পারি আমি,
এই জগৎ সংসারে তুমিই যে আমার কাছে সব চেয়ে বেশি দামী।
এই মনে এই প্রাণে নেইতো অন্য কারো বাস,
তবুও কেন করো অকারণে অবিশ্বাস।
এই দেহে প্রাণ থাকবে যতো দিন বহমান,
তুমিই তো থাকবে নিশিদিন চির অম্লান।


ভালোবাসো কিংবা নাই বাসো,
তাতে কিই বা যায় আসে।
আমি জানি এই ভালোবাসার মূল্য,
নয়তো আমার এই প্রাণেরও তুল্য।
আমি বাসি তোমায় অবিনাশী ভালো,
তুমিই যে এই দু'নয়নের আলো।


অপমান অপবাদে অযাচিত ভাবে,
আমায় ছুঁড়ে ফেলে দিবে যতো
ময়লা আবর্জনার স্তুপের মতো,
কষ্ট পেলেও বাসবো ভালো তোমায় শত।


বিনা মেঘে বজ্রপাতের মতো,
তোমার নিদারুণ আচরণে,
আমি অবাক বিস্ময়ে চেয়ে থাকি আনমনে,
ভাষাহীন হয়ে রই শুধুই দু'চোখের জলে।


দুঃখ কষ্ট সইতেই বুঝি হয়েছে জন্ম আমার এই ধরায়,
কষ্টেরা আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে অবিরত আমায়,  
দুঃখ দাও কষ্ট দাও আঘাত করো,  
নেই কোন আপত্তি আমার,
শুধুই একটাই করি মিনতি,
অকারণে অপবাদ দিয়ে টেনোনা  আমার এই জীবনের যতি।