শান্তি চাই
স্বস্তি চাই
ভালোবাসা চাই
আমার এই জগতে তার কোনটাই নাই।
আমায় কি বলে দিতে পারো,
এমন আছো কি কেউ একজন,
কোথায় আছে?
শান্তির মন মহাজন,
কোথায় গেলে পাবো স্বস্তির ক্ষণ,
কোথায় আছে ভালোবাসার প্রমোদ কানন।


বহু পথ হেঁটেছি,
বহু দেশ ঘুরেছি,
হরেক রকম মানুষের দেখা পেয়েছি,
চাকচিক্যময় দুনিয়ার রঙ তামাশায় মেতেছি,
তবুও পাইনি খুঁজে
কিঞ্চিৎ শান্তি
নূন্যতম স্বস্তি
ভালোবাসার প্রশান্তি।


আজও আমি পথে প্রান্তরে দেশ দেশান্তরে
বিরামহীন ঘুরি,
শান্তির অন্বেষায়
স্বস্তির প্রত্যাশায়
ভালোবাসার নেশায়
বার বার নিরাশায়
ডুবে আছি হতাশায়।