এই ক'টা দিন
যদি স্পষ্ট করে বলি,
দুই শত আষট্রি দিন,
ছয় হাজার চারশত বত্রিশ ঘন্টা,
তিনলক্ষ পঁচাশি হাজার নয় শত বিশ মিনিট,
দুই কোটি একত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত সেকেন্ড,
রাত দিন প্রতি ক্ষণে
লক্ষ কোটি কথা হয় দুজনে।
কথার ভিতরে কথা
কথার বাহিরে কথা
আবার কখনো কথার কথা।
মিল অমিলের কথা
অতীত স্মৃতির কথা
চলমান জীবনের কথা
দুঃখ সুখের কথা
কান্না হাসির কথা
ভালো লাগা না লাগার কথা
আবার ভালোবাসাবাসির কথা।
কথার ভীড়ে অনেক কথা থেকে যায়,
কিছু কথা হারিয়ে যায়,
তন্মধ্যে কি একটি কথাও মনে ধরেনি?
নাকি সব কথাই ছিল নিছকই কথার কথা!
একবার ভেবে দেখোতো,
যদি আচমকা আমার সাথে হতো না তোমার দেখা,
কেমন কাটতো তোমার ঝিমিয়ে পড়া অলস সময়?
সবিনয়ে শুধু প্রশ্ন রেখে গেলাম ,
লক্ষ কোটি কথার মাঝে,
একটি কথাও কি নেই মন ভরানোর?
একটু কথাও কি নেই তোমার হৃদয় ছোঁয়ার?